ট্রাম্পের ভিডিও সরিয়ে ফেলেছে ফেসবুক ও ইউটিউব

২২ জুন, ২০২০ ০৩:১৯  
কপিরাইটের অভিযোগে ও ভুয়া তথ্য প্রকাশের জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিও সরিয়ে ফেলেছে ফেসবুক এবং ইউটিউব। খবর সিনেট। এর আগে একই ভিডিও থাকা ট্রাম্পের টুইটে ‘ম্যানিপুলেটেড মিডিয়া’ লেবেল সেটে দেয় টুইটার। কিন্তু যখন কেউ ভিডিওতে ক্লিক করে তখন কপিরাইট ইস্যুতে ভিডিওটি নিষ্ক্রিয় করা হয়েছে বলে দেখানো হয়। ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্টে ভুয়া সিএনএন টিকার দিয়ে ভিডিওটি সম্পাদনা করে প্রকাশ করা হয়। ভিডিওতে একজন কৃষ্ণাঙ্গ অপর এক শ্বেত শিশু দৌড়ানি দিচ্ছে। তবে সত্যিকারভাবে দুইটি শিশু একে অপরের দিকে যায় এবং কোলাকুলি করে। ভিডিওটি সম্পাদনা করে বিপরীত চিত্র দেখানো হয়েছে। একইসাথে ট্রাম্প মিথ্যা টাইটেল দিয়ে টুইট করেছে। একই তথ্য জানিয়েছেন ফেসবুকের একজন মুখপাত্র। ডিবিটেক/বিএমটি